বেন স্টোকসকে অধিনায়ক করে ৯ নতুন মুখ নিয়ে নতুন স্কোয়াড ঘোষনা করলো ইংল্যান্ড

বেন স্টোকসকে অধিনায়ক করে ৯ নতুন মুখ নিয়ে নতুন স্কোয়াড ঘোষনা করলো ইংল্যান্ড

একদিন পরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ স্বস্তিতেই ছিল ইংল্যান্ড দল। পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড পরিবর্তন না করে শ্রীলঙ্কার বিপক্ষে যে দল খেলেছিল সেই দল নিয়েই মাঠে নামার কথা ছিল তাদের। তবে সেই স্বস্তি আর টিকে রইলো না ইংল্যান্ড শিবিরে কারণ তাদের শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস।

পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শুরুর আগে ব্রিস্টলে কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাত সদস্য। তাদের মধ্যে রয়েছেন তিন ক্রিকেটার ও চার স্টাফ। তাতে একেবারে ঢেলে সাজাতে হয়েছে পুরো দলকে। ১৮ জনের পুনঃসংশোধিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, যেখানে নতুন মুখই ৯ জন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন না বেন স্টোকস। কিন্তু জরুরি অবস্থায় পড়ে তাকে দলে ফেরাতে বাধ্য হলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুধু তাই নয়, ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে অধিনায়কত্বও দেয়া হয়েছে এ তারকা অলরাউন্ডারকে।

সুযোগ পাওয়া নতুন ৯ ক্রিকেটারের অভিষেক হয়ে যেতে প্রথম ওয়ানডে ম্যাচেই। প্রথম ম্যাচে সুযোগ না পেলেও এই সিরিজে সবার অভিষেক হবে এমনটা বলা যেতেই পারে। এত এত নতুন খেলোয়াড়কে ডাকা হলেও, জাতীয় দলের পুনরায় সুযোগ মেলেনি ডানহাতি তারকা ওপেনার অ্যালেক্স হেলসের। ২০১৯ সালের বিশ্বকাপের আগে চিত্তকর্ষক ড্রাগ নেয়ার অপরাধে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এখনও ফেরা হয়নি দলে।

ইংল্যান্ড দল: বেন স্টোকস, জেক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেলম, উইল জ্যাকস, ড্যানিয়েল লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পেইন, ফিল সল্ট, জন সিম্পসন, জেমস ভিঞ্চ।

মন্তব্যসমূহ (০)


Lost Password