টি-টুয়েন্টির পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিল ইংল্যান্ড

টি-টুয়েন্টির পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে নিল ইংল্যান্ড

টি-টুয়েন্টি সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েনডে সিরিজিও এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে নিল স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। লন্ডনের কেনিংটন ওভালে ১৪ হাজার দর্শকের সামনে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে ইংলিশদের। বৃহস্পতিবার কেনিংটন ওভালে প্রথমে ব্যাট করা লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান করে। জবাবে তিন ফিফটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ও ৪২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ইংল্যান্ডের জয়ের মূল কারিগর স্যাম কারান ৪৮ রানে নেন ৫ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার পেলেন এই স্বাদ। ওয়ানডেতে এই পেস বোলিং অলরাউন্ডারে আগের সেরা বোলিং ছিল ৩৫ রানে ৩ উইকেট। তার নতুন বলের সঙ্গী আরেক বাঁহাতি পেসার উইলির প্রাপ্তি ৪টি, ৬৪ রানে। ইংলীশ বোলারদের তোপে ২১ রানেই প্রথম চার উইকেট হারিয়ে বসে সফরকারী শ্রিলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকার ব্যাটে সেখানা থেকে প্রতিরোধ গড়ে তোলে শ্রীলঙ্কা। প্রথমে হাসারাঙ্গাকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন ধনাঞ্জয়া। ৪৯ বলে ২৬ রান করে স্যাম কারানের চতুর্থ শিকার হয়ে ফেরেন হাসারাঙ্গা। এরপর শানাকার সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ (৭৮) জুটির পথে ধনাঞ্জয়া ফিফটি পূরণ করেন ৫৮ বলে। প্রথম ওয়ানডে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ধনাঞ্জয়া। ৯১ রান করে উইলির বলে আউট হয়ে ফিরে যান ধনাঞ্জয়া। দলের স্কোর দুইশ পার করে বিদায় নেন শানাকা। শানাকা ৩ রানের জন্য পাননি ফিফটি। ৬৭ বলে ২ চার ও একটি ছক্কায় করেন ৪৭ রান। আর কেউ যেতে পারেনি ত্রিশ পর্যন্ত। শেষদিকে লোয়ার অর্ডারের কল্যাণেই নির্ধারীত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৪১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

২৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ৪৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে স্বাগতিকদের ঝড়ো সূচনা এনে দেন জেসন রয় ও বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলেন দুই ওপেনার। দলীয় ৭৬ রানের মাথায়া ২৯ রান করে সাজঘরে ফেরেন বেয়াস্ট্রো। ওয়ানডে সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রয় ফিফটি তুলে নেন ৪৭ বলে। এরপর বেশিদূর এগোতে পারেননি। ধনাঞ্জয়ার দারুণ ক্যাচে বিদায় নেন ৬০ রানে। তার ৫২ বলের ইনিংস গড়া ১০টি চারে। সেখান থেকে ১৪০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রুট ও মরগান। রুট ৮৭ বলে ৫ চারে ৬৮ রানে অপরাজিত থাকেন। আর মরগান ৮৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারি স্যাম কারান। আগামী ৪ জুলাই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

মন্তব্যসমূহ (০)


Lost Password