সেপ্টেম্বরে খোলার সম্ভাবনা শিক্ষাপ্রতিষ্ঠান

সেপ্টেম্বরে খোলার সম্ভাবনা শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠান আগামী মাসেই খুলে দেওয়া হতে পারে এমন চিন্তাভাবনাই করছেন সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে বিচার পর্যালোচনা করছে সরকার। তবে করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত খুলছেনা স্কুল, কলেজ।

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় আনা হয়েছে এবং এখনো চলছে সেই কার্যক্রম।তাই সেপ্টেম্বরে খোলার সম্ভাবনা রয়েছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো।গতবছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।যদিও অনলাইনে পাঠদান কার্যক্রম চালু রয়েছে প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password