আগামীকাল থেকে বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচল

আগামীকাল থেকে বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচল
MostPlay

সরকারি বিধিনিষেধ আরোপের কারণে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে সকল প্রকার ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছে সংস্থাটি।

১ জুলাই ভোর ৬.০০টা থেকে ৭ জুলাই  রাত ১১.৫৯ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে অনুমতি নিয়ে ত্রান কার্যক্রম ও সাহায্য সংশ্লিষ্ট  ফ্লাইট চালু রাখা যাবে। এছাড়া বিমানবন্দরগুলোতে যেসমস্ত আন্তর্জাতিক ও বিশেষ ফ্লাইটগুলো সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

উল্লেখ্য যে, করোনার বিস্তার রোধে ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনেই বলা রয়েছে, এই সময়ে (১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত) সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password