কুমারীত্ব পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় দুই বোনের তালাক

কুমারীত্ব পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় দুই বোনের তালাক

ভারতের মহারাষ্ট্রে দুই বোনের তালাক হয়েছে অদ্ভূত এক কারণে। কারণটি হলো তারা বিয়ের পর কুমারীত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি! যদিও দেশটিতে এই ধরনের পরীক্ষা সম্পূর্ণ বেআইনি। ভারতীও গণমাধ্যম জানায়, বিয়ের কিছুদিন পর তাদের স্বামী গ্রাম্য পঞ্চায়েতে তালাকের আবেদন জানান। অভিযোগে তারা বলেন, স্ত্রীরা কুমারীত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি! তাদের সেই আবেদনে সম্মতি দেয় পঞ্চায়েত।

পরে অবশ্য  এ ঘটনায় দুই বোনের স্বামী, শাশুড়ি এবং পঞ্চায়েতের নেতাদের বিরুদ্ধে মামলা হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই বোনের সংসার ভাঙে তাদের স্বামী, শাশুড়ি ও পঞ্চায়েতের সদস্যদের কারণে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে।

দুই বোনের অভিযোগ, বিয়ের পরে তাদের দু'জনকে শ্বশুরবাড়িতে আলাদা কক্ষে নিয়ে কুমারীত্ব পরীক্ষা করা হয়। জানানো হয়, এটা তাদের ঐতিহ্যগত প্রথা।

মন্তব্যসমূহ (০)


Lost Password