করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও নারী উদ্যোক্তাদের পাশে জেলা প্রশাসন

করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও নারী উদ্যোক্তাদের পাশে জেলা প্রশাসন

নরসিংদী প্রতিনিধি : করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও নারী উদ্যোক্তাদের পাশে জেলা প্রশাসন। ১১ মে ২০২১ জেলা ক্রীড়া সংস্থার তহবিল হতে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুকূলে প্রাপ্ত অর্থ হতে অসচ্ছল নারী উদ্যোক্তাদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্রীড়াকে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সেই সংস্কৃতির ধারক ও বাহক মর্মে অভিহিত করে ক্রীড়াক্ষেত্রে নরসিংদীর অবস্থানকে আরও সুদৃঢ় করার আহবান জানান। তিনি করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজনের মাধ্যমে জীবন-জীবিকার ভারসায় রক্ষায় কর্মমুখী উদ্যোগ গ্রহণের জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

এসময় ৩০ জন অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের মাঝে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং  ৪৫ জন নারী উদ্যোক্তার মাঝে ১ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা অনুদান বিতরণ করা হয়। এছাড়া ক্রীড়া ব্যক্তিও এ এফ এম ফারুক এর চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password