তুষারধসের কারণেই উত্তরাখণ্ডে বিপর্যয়: মুখ্যমন্ত্রী

তুষারধসের কারণেই উত্তরাখণ্ডে বিপর্যয়: মুখ্যমন্ত্রী

হিমবাহ ভাঙার কারণে নয়, কয়েক লাখ টন তুষার পর্বতের ঢাল বেয়ে নেমে আসাতেই বিপর্যয় ঘটেছে। হিমবাহ ভাঙার ঘটনা প্রসঙ্গে সোমবার এমন দাবিই করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেনা, জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আইটিবিপির জওয়ানরা একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন।

কী কারণে এমন ঘটনা ঘটল তা নিয়ে ইসরোর বিজ্ঞানী, সেনা কর্মকর্তা এবং আইটিবিপির কর্মকর্তা নিয়ে আলোচনায় বসেছিলেন রাওয়াত।তার দাবি, ইসরোর বিজ্ঞানীরা তাকে যে ছবি দেখিয়েছেন তাতে কোনো হিমবাহ দেখা যাচ্ছিল না, যেখান থেকে হিমবাহ ভাঙা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সেখানে ফাঁকা পাহাড়ই দেখা গেছে। তবে তিনি এটিও জানান, ওই ছবিতে পাহাড়ের মাথায় কিছু একটা লক্ষ্য করা গেছে। সেগুলো জমে থাকা তুষার বলেই মনে করা হচ্ছে। পাহাড়ের ঢাল বেয়েই সেগুলো হুড়মুড়িয়ে নেমে আসায় আকস্মিক বন্যার সৃষ্টি হয় ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গায়।

রাওয়াত আরও বলেন, বিজ্ঞানীদের মতে রোববার যেখানে যে দুর্যোগ নেমে এসেছে, সেই এলাকাটি তুষারধস প্রবণ নয়। প্রথামিক রিপোর্টে মনে করা হচ্ছে, হিমবাহ ভাঙার কারণে এমন ঘটনা ঘটেনি। ন্যাড়া পাহাড়ের মাথায় কয়েক লাখ টন তুষার জমেছিল। সেগুলোই হঠাৎ নেমে এসেছে ঢাল বেয়ে।

গত কয়েক দিন ধরে ওই এলাকায় তুষারপাত হচ্ছিল।সেই তুষারই নেমে এসে এই বিপর্যয় ঘটিয়েছে বলে দাবি রাওয়াতের।রোববারের এ ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক নিখোঁজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password