ক্রিকেট ব্যাটকে প্রতিবেশীর স্ত্রীর সাথে তুলনা করে ক্ষমা চাইলেন দীনেশ কার্তিক

ক্রিকেট ব্যাটকে প্রতিবেশীর স্ত্রীর সাথে তুলনা করে ক্ষমা চাইলেন দীনেশ কার্তিক

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যকার হিসেবে প্রশংসিত হয়েছেন দীনেশ কার্তিক। সেই সুবাদে পেয়ে যান ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজে ধারাভাষ্য দেয়ার দায়িত্ব। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচেই করে বসলেন বিতর্কিত এক মন্তব্য। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সময়ে ক্রিকেট ব্যাটকে প্রতিবেশীর স্ত্রীর মতো বলে মন্তব্য করেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই অধিনায়ক।

সেদিন কমেন্ট্রি বক্সে থাকা কার্তিক কথার ফাঁকে হঠাৎ বলে বসেন-ক্রিকেট ব্যাট হলো প্রতিবেশির বউয়ের মতো, নিজেরটার চেয়ে অন্যেরটা সবসময় বেশি আকর্ষণীয় লাগে। তাতে নেট দুনিয়া ক্ষোভ প্রকাশ করে। প্রবল সমালোচিত হন তিনি। তার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে যে এমন বক্তব্য বেশ বেমানান।

ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক অবশেষে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানান, তার ওমন মন্তব্য করা একেবারে উচিত হয়নি। এছাড়া আজ ইংল্যান্ড ও শ্রিলঙ্কার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সময়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন কার্তিক। তিনি বলেন, আগের ম্যাচে যা হয়েছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি যেটা বলেছি আর যেটা বোঝাতে চেয়েছি সেটা এক নয়। সবমিলিয়ে ভুল করে ফেলেছি। সকলের কাছে আমি ক্ষমা চাইছি, ওভাবে বলাটা আমার উচিত হয়নি। এই মন্তব্যের জন্য নিজের মা ও স্ত্রী-র কাছেও যে তিনি সমালোচিত হয়েছেন সে কথাও জানাতে ভোলেননি কার্তিক। ভবিষ্যতে এমন যে আর হবে না সে কথাও জানিয়েছেন তিনি। 

মন্তব্যসমূহ (০)


Lost Password