কাফনের কাপড় পরে টাঙ্গাইলে বিক্ষোভ

কাফনের কাপড় পরে টাঙ্গাইলে বিক্ষোভ

বিভাগীয় কমিশনার, জেলা-উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নিতকরণের দাবিতে কাফনের কাপড় পরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার কর্মচারীরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ৪র্থ দিনের মতো লাগাতার এই কর্মসূচি পালন করছেন তারা।এসময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, গত ২০১১ সালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের সকল দাবি নীতিগতভাবে অনুমোদন দেয়। কিন্তু দীর্ঘ দিনেও প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি। এজন্য আবারও আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

আগামী ৩০ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কালেক্টরেট সহকারী সমিতির কর্মচারীর নেতারা।এদিকে লাগাতার কর্মসূচি পালন করায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন। একই কর্মসূচি দেশের বিভিন্ন জায়গাতে পালন করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password