শবে বরাতে রাজধানীর মসজিদ-মাজারে মুসুল্লিদের ভিড়

শবে বরাতে রাজধানীর মসজিদ-মাজারে মুসুল্লিদের ভিড়
MostPlay

ভাগ্যরজনী বা শবে বরাতের রাতে রাজধানীর মসজিদ ও মাজারগুলোতে মুসুল্লি এবং দর্শনার্থীদের ব‌্যাপক উপস্থিতি দেখা গেছে।সোমবার (২৯ মার্চ) রাতে রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদ এবং মিরপুর মাজারসহ বিভিন্ন কবরস্থানে পূণ‌্যার্থীদের ভিড় দেখা যায়।

এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশ পাশে প্রচুর অসহায় মানুষকে সারিবদ্ধভাবে বসে থাকতে দেখা যায়। মুসুল্লিদের অনেকে মন খুলে দান করছেন। শুধু বায়তুল মোকাররম নয়, পূণ‌্যের আশায় উদার হস্তে দান করতে দেখা গেছে রাজধানীর অন‌্যান‌্য মসজিদ এবং মাজার প্রাঙ্গণেও। 

মিরপুর-১ এর বেশ কিছু মসজিদ, শাহ আলী মাজার ও এর আশপাশে রাস্তার দুই ধারে সাহায্যপ্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাজারে আগত ব‌্যক্তিদের কাছ থেকে তারা অন‌্যান‌্য দিনের চেয়ে বেশি সাহায‌্য পাচ্ছেন। কেউ দান করে খুশি হচ্ছেন। কেউ দান পেয়ে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ এবং ত‌্যাগের মহিমায় মহিমান্বিত পরিবেশ বিরাজ করতে দেখা যায়।

এদিকে মিরপুর মাজারের মূলগেটে অস্থায়ী দোকানের পশরা সাজিয়ে বসা বেশ কিছু মৌসুমী ব্যবসায়ীকে দেখা গেছে। তাদের কেউ আতর, কেউ ফুল, টুপিসহ নানান পণ‌্য নিয়ে বসেছেন। বিক্রিও হচ্ছে বেশ ভালো। হঠাৎ দেখে মেলা বলে মনে হতে পারে।বিশেষ এ মহিমান্বিত রাতে অন‌্যান‌্য দিনের চেয়ে রাস্তায় জনসমাগম বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

তবে চলমান করোনাভাইরাস মহামারীতে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব‌্যাপারে বেশ উদাসীনতা দেখা গেছে। এসময় মাজার গেট ও আশপাশের এলাকায় করোনা সংক্রান্ত নানান সতর্কবার্তা প্রচার করতে দেখা যায় মাজার কমিটির লোকজনকে।এছাড়া সরকারি বিধি নিষেধ মেনে এবং এ রাতের ভাবগাম্ভীর্য বজায় রাখতে বাজি, পটকা বা আতশ বাজি ফোটাতে দেখা যায়নি কাউকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password