এখন দেশ ডেঙ্গু আক্রান্তের তুঙ্গে । দৈনিক গড়ে ৭’শর উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। রাজধানীতে সরকারি বেসরকারি ৫৩ হাসপাতালে চলছে চিকিৎসা। বড় হাসপাতালগুলো রোগীতে ঠাসা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১ জনের। নতুন ভর্তি হয়েছেন ১১৪ জন রোগী। মুগদা হাসপাতালে সব মিলিয়ে রোগী ভর্তি ৫৪৮ জন।
ডেঙ্গু আক্রান্তদের আনার, পেয়ারা, আঙ্গুর, আমলকি, মালটা খেতে না করেছেন চিকিৎসকরা। ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য ডেডিকেটেড ডিএনসিসি কোভিড হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৪৮ জন। সবমিলিয়ে সেখানে ডেঙ্গু রোগী ৯৬ জন। এক রাতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে ৩৮ জন রোগী।
হাসপাতালের পরিচালক কর্নেল একেএম জহির হোসেন জানান, এখনো দরকারি অতিরিক্ত লোকবল পাননি তিনি। ডেঙ্গু চিকিৎসায় অতিরিক্ত ৩৬ জন চিকিৎসক যোগ দেয়ার কথা ছিল, কিন্তু এখনো হাসপাতালে যোগ দেননি কেউ। ডেঙ্গু জ্বরের চিকিৎসায় নিয়মিত স্যালাইনসহ লাগছে দরকারি অন্যান্য ওষুধপত্র। প্রতিদিন পরীক্ষা হচ্ছে রক্তের প্লাটিলেটের। হাসপাতালে আসা রোগীদের সুস্থ হয়ে বাড়ি ফিরতে লাগছে অন্তত ১০ থেকে ১২ দিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন