আজ থেকে পুনরায় শুরু হবে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন

আজ থেকে পুনরায় শুরু হবে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন

সোমবার (৫ই জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছিলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন কার্যক্রম শিগগিরই শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ই জুলাই) রাতে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পেয়েছি।

প্রযুক্তিগত সব প্রস্তুতি শেষ। বুধাবার থেকেই সবাই রেজিস্ট্রেশন করতে পারবে। পঁয়ত্রিশ অথবা এর উপরে যাদের বয়স তারাই কেবল এই রেজিস্ট্রেশন করতে পারবে।মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টা থেকে সুরক্ষা ওযেবসাইটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

মন্তব্যসমূহ (০)


Lost Password