করোনা টিকার অন স্পট নিবন্ধন বন্ধ

করোনা টিকার অন স্পট নিবন্ধন বন্ধ

করোনার গণটিকা কর্মসূচিতে প্রতিদিনই বাড়ছে নিবন্ধনকারীর সংখ্যা। দিন দিন এ সংখ্যা বাড়ায় এখন থেকে অনস্পট রেজিস্ট্রেশন করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদেরই টিকা দেয়া হবে।

করোনার টিকায় যে মানুষের আস্থা বাড়ছে রাজধানীর কেন্দ্রগুলো দেখে তা সহজেই বোঝা যায়। সকাল ৯ টায় টীকা কার্যক্রম শুরু হলেও আটটা বাজতে না বাজতেই দীর্ঘ লাইন। বিএসএমএমইউ কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশন করতে ভিড় করে টীকা প্রত্যাশিরা।

তবে হঠাৎ অন স্পট রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়ছেন অনেকেই।রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, নিউরোসায়েন্স ইনস্টিটিউট এবং চক্ষু বিজ্ঞান হাসপাতালেও ভিড় ছিলো চোখে পড়ার মতো। তবে গ্যাস্ট্রোলিভারে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে হয়নি স্পট রেজিস্ট্রশন।

ঢাকার পার্শ্ববর্তী টীকা কেন্দ্রগুলোতেও স্পট রেজিস্ট্রেশনের জন্য একই ধরনের ভিড় দেখা গেছে।সপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ থাকছে টিকা কার্যক্রম। শনিবার থেকে যথারীতি দেশের এক হাজার ৫টি কেন্দ্রে চলবে কার্যক্রম।পঞ্চম দিন টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮৬ জনের।

মন্তব্যসমূহ (০)


Lost Password