নওগাঁ ধামইরহাটে করোনায় পুরোহিতের মৃত্যু

নওগাঁ ধামইরহাটে করোনায় পুরোহিতের মৃত্যু

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সনাতন ভট্রাচার্য (৫৬) নামের এক পুরোহিতের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুন) সকালে উপেজলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত পলাশবাড়ী নামক এলাকায় নিজ বাড়িতে সনাতন ভট্রাচার্য মারা যান।

সে একই এলাকার মৃত সুনীল ভট্রাচার্যের ছেলে। এ ঘটনায় মৃত সনাতন ভট্রাচার্যের ছেলেও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানা গেছে, সনাতন ভট্রাচার্য ও তার ছেলে সজীব ভট্রাচার্য হিন্দু ধর্মের পুরোহিত হিসেবে দেশের বিভিন্ন স্থানে পূজা ও অর্চনার জন্য যেতেন।

সম্প্রতি তারা দুজন চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গিয়েছিল। বিভিন্ন স্থানে যাওয়ার কারণে তারা করোনা আক্রান্ত হয়ে পড়েন বলে জানান এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস জানান, গত মাসের ২৫ তারিখে সনাতন ও তার ছেলে সজীব ভট্রাচার্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা প্রদান করেন।

গত ৩১ মে তারিখে বাবা ও ছেলের শরীরে করোনা পজেটিভ ফলাফল আসে। পরবর্তীতে প্রশাসনের সহায়তায় বাড়িটিকে লকডাউন ঘোষনা করা হয়। উপেজলায় বর্তমানে ২০জন করোনা সনাক্ত রোগী রয়েছে।পরে ওইদিন দুপুরে সৎকার কাজে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে সনাতনের শবদেহ সৎকার করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password