বাংলাদেশে শনাক্ত করোনার ল্যামডা ভ্যারিয়েন্ট

বাংলাদেশে শনাক্ত করোনার ল্যামডা ভ্যারিয়েন্ট
MostPlay

দেশে প্রথমবারের মত শনাক্ত করা হলো কোভিড-১৯ এর ল্যামডা ভ্যারিয়েন্ট। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের করা জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে এ ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের পর কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট হলো ল্যামডা ভ্যারিয়েন্ট যেটি পূর্বে পেরুতে শনাক্ত করা হয়েছিলো। সেরকমই একটি জিন সিকোয়েন্সের ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে বাংলাদেশের এক নারীর শরীরে। রাজধানীর ৪৯ বছর বয়সী এক নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল গত মার্চ মাসে। সেই সংগ্রহকৃত নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা মিলেছে ল্যামডা ভ্যারিয়েন্ট এর উপস্থিতির।

ল্যামডা ভ্যারিয়েন্ট সর্বপ্রথম শনাক্ত করে হয় পেরুতে ২০২০ সালের আগস্ট মাসে। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করেন 'ল্যামডা'। বর্তমানে প্রায় ২৮টির বেশি দেশে ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। কয়েকটি গবেষণা থেকে দেখা গিয়েছে যে এই ভ্যারিয়েন্টটি এন্টিবডি প্রতিরোধে সক্ষম। অনেকেই ধারণা করছেন ডেল্টা ভ্যারিয়েন্টের মত ঝুঁকিপূর্ণ হতে পারে নতুন ভ্যারিয়েন্টটিও। বর্তমানে গবেষণা জারি রয়েছে ল্যামডা ভ্যারিয়েন্টকে ঘিরে।

মন্তব্যসমূহ (০)


Lost Password