মিষ্টি দিয়ে মমতা ও মোদির ভাস্কর্য নির্মাণ

মিষ্টি দিয়ে মমতা ও মোদির ভাস্কর্য নির্মাণ

ভারতের পশ্চিমবঙ্গে চলমান রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মোট আট ধাপের নির্বাচনে ইতিমধ্যে প্রথম দুটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ও তৃণমূল কংগ্রেস নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। যদিও ফলাফল প্রকাশ পেতে আরো এক মাস বাকী রয়েছে।

দল দুটির নেতারা কথার মাধ্যমে একে অপরকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ। বিজেপি যেন শপথ করেই নেমেছে যে, তাদের এবার বাংলা লাগবেই। অন্যদিকে, ক্ষমতা ছাড়তে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। টানা তৃতীয়বারের মতো রাজ্য শাসন করতে ভাঙা পা নিয়েই নির্বাচনী মাঠে আছেন তিনি।

এমন পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের হাওড়ায় এক মিষ্টির দোকানে মমতা বন্দোপাধ্যায় এবং ভারতীয় প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির ভাস্কর্য নির্মাণ করেছেন দোকানদার। মিষ্টির উপাদান দিয়েই ভাস্কর্য দুটি তৈরি করেছেন তিনি। পাশাপাশি সঞ্জুক্ত মোর্চার আরো তিন নেতার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে দোকানের মালিক কাস্টো হালদার বলেন, সম্পূর্ণ মিষ্টি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। ছয় মাসের মতো ভাস্তর্যটি টিকে থাকবে।

West Bengal: A sweet shop in Howrah has made 'sweet' statuettes of PM Modi, CM Mamata Banerjee & leaders of Sanjukta Morcha along with sweets etched with logos of political parties

"What could be better than sweets to encourage people to vote," said sweet shop owner (02.04) pic.twitter.com/UwgcZ5e9dq

 

— ANI (@ANI) April 2, 2021

হাওড়ায় ভোটগ্রহণ চলাকালীন নিজেদের ভোট সুষ্ঠুভাবে দেওয়ার জন্য বার্তা দিতে মিষ্টির থেকে ভালো কোনো উপাদা্ন হতে পারে না। জনগণের জন্য এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি কাকে ভোট দিচ্ছেন তা থেকেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন সেটা বেশি দরকার। যে সরকারই আসুক, আমরা চাই সুন্দর প্রশাসন ও রাজ্যের উন্নয়ন, যোগ করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password