কলকাতার হতাশজনক পারফরম্যান্সে বিরক্ত কোচ ম্যাককালাম

কলকাতার হতাশজনক পারফরম্যান্সে বিরক্ত কোচ ম্যাককালাম

আইপিএলে এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে কলকাতা নাইট রাইর্ডাস। অথচ শুরুটা কি দারুণই না হয়েছিল তাদের। কিন্ত এর পর যেন রাস্তা হারিয়ে ফেলে ম্যাককালাম শিষ্যরা। দলের কারও পারফরম্যান্স মনোপুত হচ্ছে না। সবাই যেন নিজের ছায়ার মধ্যে আটকে আছেন। একের পর এক হার ও দলের পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালের হারের পর নিজেকে আর সংযত রাখতে পারেননি ম্যাককালাম। দলের প্লেয়ারদের উপর রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। কলকাতার পরের ম্যাচে বেশ কিছু পরিবর্তন হবে এমন আভাসও দিয়ে রাখলেন ব্র্যান্ডন ম্যাককালাম।

বৃহস্পতিবার দিল্লির সাথে ম্যাচের পর কলকাতার কোচ ম্যাককালাম বলেন, “এটা খুবই হতাশাজনক। আমার মনে হয় একজন প্লেয়ার হিসেবে যখন তোমাকে বাছাই করা হচ্ছে, তখন স্বাধীনতা, আত্মবিশ্বাস, আনুগত্য দেয়া হচ্ছে। যেন সে মাঠে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে পারে এবং দলকে সাফল্য এনে দিতে পারে। আমি এটাই অধিনায়ক ও প্লেয়ারদের বুঝিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই অনুপাতে রেজাল্ট পাইনি”। দলে পরিবর্তনের ব্যাপারে ম্যাককালাম বলেন, “যদি একজন মানুষকে পাল্টানো না যায়, তা হলে তাকে বদলে ফেলতে হবে। স্বাভাবিকভাবেই পরের ম্যাচে দলে কিছু পরিবর্তন করতে হবে। নতুন কিছু খেলোয়াড় দলে ঢুকবে যারা আমাদের ভালো রেজাল্ট দিতে চেষ্টা করবে”। এখন দেখার বিষয় কলকাতার পরের ম্যাচে দলে কি পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন দলকে জয়ের কক্ষপথে ফিরিয়ে আনতে পারে কিনা?

মন্তব্যসমূহ (০)


Lost Password