সীমান্তের খুব কাছে চীনের সামরিক হেলিকপ্টার, ভারতের যুদ্ধবিমান মোতায়েন

সীমান্তের খুব কাছে চীনের সামরিক হেলিকপ্টার, ভারতের যুদ্ধবিমান মোতায়েন

করোনা মহামারির মধ্যে ভারত-চীন সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। চীনের যুদ্ধ হেলিকপ্টার দেখে পাল্টা ভারতও মোতায়েন করেছে যুদ্ধবিমান।মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, লাদাখ সীমান্তের খুব কাছে চীনা হেলিকপ্টার দেখতে পেয়ে ভারতের যুদ্ধবিমান তাদের তাড়া করে।

মাটির খুব নীচে চীনা হেলিকপ্টারের উপস্থিতি দেখে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বেগ বাড়ায়। ফলে ভারতও আকাশে যুদ্ধবিমান উড়ায়।ভারতের বিমান বাহিনীর সূত্রে খবর, দুই দেশের বিমান তাদের সীমা লঙ্ঘন করেনি। দুটি কপ্টারই নিজেদের ভূপৃষ্ঠের ওপর ছিল।

লাদাখের সীমান্ত রেখা বরাবর অঞ্চলে গত সপ্তাহে দুই দেশের সেনাবাহিনীর সক্রিয়তা ঘিরে উত্তেজনা বেড়েছে।বলা হচ্ছে, প্রায় একই সময়ে উত্তর সিকিমে দুই দেশের সেনাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে ।

মন্তব্যসমূহ (০)


Lost Password