মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করুন

আজ ২৫শে মার্চ ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন এক যৌথ বিবৃতি আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ ভাষা সৈনিক ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং করোনাকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার হোক দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি "অধিকারের কথা বলে" এ শ্লোগানকে সামনে নিয়ে দেশের বিশিষ্ট আইনজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার ও বিভিন্ন পেশাজীবী শ্রেনীর মানুষদেরকে সাথে নিয়ে কাজ করে চলেছে। এক ঝাক তরুণ সাংবাদিক আমাদের সাথে থেকে এই কাজকে আরো গতিশীল করছে। আমরা আশা করবো ভবিষ্যতে মানুষের হৃদয়ে দেশপ্রেমের বীজরোপন করাই আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব। আসুন, আমরা দেশকে ভালবেসে দেশের মানুষের পাশে দাড়াই। মানবতার পাশে দাড়াই।

মন্তব্যসমূহ (০)


Lost Password