পশু-পাখির জন্য তহবিল সংগ্রহ করে পুরস্কার জিতল বিড়াল

পশু-পাখির জন্য তহবিল সংগ্রহ করে পুরস্কার জিতল বিড়াল
MostPlay

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক হাজার ডলার সংগ্রহ করেছে স্টেপান নামের একটি বিড়াল ।ইউক্রেনের পশু-পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে উদ্যোগটি না হয়। আর এ কাজের স্বীকৃতি হিসেবে ইউক্রেনীয় বিড়ালটি জিতে নিয়েছে 'ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ব্লগার্স অ্যাওয়ার্ডস' নামের আন্তর্জাতিক পুরস্কার। খবর সিএনএনের।

স্টেপান ইন্টারনেট দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে প্রাণীটির ১৩ লাখ ফলোয়ার আছে। স্টেপান ও এর মালিক আনা ইউক্রেনের খারকিভের বাসিন্দা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর এক সপ্তাহ পর স্টেপানকে নিয়ে দেশ ছাড়েন আনা। বর্তমানে পোষা বিড়ালের সঙ্গে ফ্রান্সে অবস্থান করছেন তিনি।

সেখান থেকেই ইউক্রেনের পশু-পাখিদের আশ্রয়কেন্দ্র ও চিড়িয়াখানার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে স্টেপানের অ্যাকাউন্টের মাধ্যমে। পুরস্কার পাওয়ার পর পুরস্কারের সঙ্গে স্টেপানের ছবি পোস্ট করা হয়েছে এটির অ্যাকাউন্টে। পোস্টের ক্যাপশন ছিল, 'সবাইকে ধন্যবাদ! আমি খুব, খুব খুশি।'

মন্তব্যসমূহ (০)


Lost Password