রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান

রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান

দেশে আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার ( ২৪ মার্চ) দুপুরে নগরীর গোপীবাগস্থ বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই রাত আটটার মধ্যে অবশ্যই সকল দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। আমরা চাই, আটটার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।

পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটগুলোও ডিএসসিসির কাছে হস্তান্তরের আশাবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমি নিবেদন করব, যদি তারা হস্তান্তর না করে তাহলে অনতিবিলম্বে সেই ৫১টি স্লুইসগেট মেরামত এবং রক্ষণাবেক্ষণের কার্যক্রম এখনই নিতে হবে। যদি না নেয় তাহলে আমাদের পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আর প্রতিবন্ধকতা সৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হবে। সুতরাং আমাদের প্রস্তুতি আমরা নিয়ে চলেছি। আমরা আশাবাদী যে, সকল কার্যক্রম সমন্বিতভাবে করা গেলে আমরা ঢাকাবাসীকে সুফল দিতে পারব।’

মন্তব্যসমূহ (০)


Lost Password