ক্যাশ সার্ভার গুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে BTRC।

ক্যাশ সার্ভার গুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে BTRC।

প্রথমেই বলতে ক্যাশ সার্ভার কি এবং এর কাজ কি ??? 

ক্যাশ সার্ভার মূলত মূল সার্ভার ও ব্যবহারকারীদের মধ্যে দুরুত্ব কমানো এবং সার্ভার ও ইন্টারনেট ব্যান্ডউইথের লোড ব্যালেন্সিংয়ের কাজে ব্যবহৃত হয়। সহজ ভাষায়, যেমন ইউটিউব ও ফেসবুকের মূল সার্ভার রয়েছে আমেরিকাতে কিন্তু ইউটিউব ও ফেসবুক ব্যবহার করার সময় আপনাকে যদি সরাসরি আমেরিকার সার্ভার থেকে ডাটা পেতে হয় তাহলে তা হবে অতিমাত্রায় ধীরগতির। তাই এই সমস্যা সমাধানে ইউটিউব, ফেসবুক সহ অধিকাংশ প্ল্যাটফর্মই এখন ব্যবহার করে ক্যাশিং প্রযুক্তি। 

এই প্রযুক্তিতে বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডারদেরকে প্রদান করা হয়েছে ক্যাশ সার্ভার, যার কাজ হলো মূল সার্ভারের সাথে সার্বক্ষণিক যুক্ত থেকে মূল সার্ভারের হুবুহু তথ্য ক্যাশ সার্ভারে নিয়ে আসা। এবং ব্যবহারকারী যখন ইউটিউব কিংবা ফেসবুক কিংবা এ জাতীয় অন্যান্য সেবা ব্যবহার করবেন তখন সেটি আর আমেরিকার সার্ভারকে খুজবে না তখন কাছাকাছি যে সার্ভারটি আছে সেটা থেকেই ডাটা নিয়ে আপনাকে প্রদর্শন করবে। ব্যাপারটা অনেকটা লোকাল নেটওয়ার্কের মতো।

ক্যাশ সার্ভার বন্ধ করে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপি গুলাকে এমন নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password