লিজেন্ড অব রুপগঞ্জকে সহজেই হারাল ব্রাদার্স

লিজেন্ড অব রুপগঞ্জকে সহজেই হারাল ব্রাদার্স

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে লিজেন্ড অব রূপগঞ্জ। আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক ১১১ রানেই শেষ হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস। প্রথমে ব্যাট করতে নামা রুপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অধিনায়ক নাঈম ইসলাম। এছাড়া সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

রুপগঞ্জের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার আলি ও সোহাগ গাজী এবং শেষ ওভারের প্রথম বলে নাবিল সামাদকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন আলাউদ্দিন বাবু। পঞ্চম বাংলাদেশী বোলার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে হ্যাট্রিক শিকার করেছেন বাবু। ৩ ওভার ১ বলে মাত্র ২১ রানে ৪ উইকেট শিকার করেন বাবু। এছাড়া  ব্রাদার্সের সুজন হাওলাদার ও সাকলাইন সজীব ৩ ওভার বোলিং করে নিয়েছেন ২টি করে উইকেট।

ছোট লক্ষ তাড়া করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানদের কোন চাপ ছিল না। উল্টো রান তাড়া করতে নেমে রুপগঞ্জকে চাপে ফেলে দেয় ব্রাদার্সের দুই ওপেনার অধিনায়ক মিজানুর ও জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদ সিদ্দিকী ১৯ বলে ২১ রান করে আউট হয়ে গেলে ভাঙে ৫৩ রানের ওপেনিং জুটি। জুনায়েদ আউট হয়ে গেলেও সাবলীল ব্যাটিং করে গেছেন মিজানুর। তার ব্যাটে চড়েই মুলত বড় জয়ের ভীত পেয়ে যায় ব্রাদার্স। জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে যান মিজানুর। আউট হয়ে যাওয়ার আগে ৮টি চার ও ৩টি ছয়ে ৫২ বলে ৭৪ রান করেন ব্রাদার্স অধিনায়ক। মিজানুর আউট হয়ে গেলেও জয় পেতে কোন বেগ পেতে হয়নি ব্রাদার্সের। ১৫.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ব্রাদার্স।

মন্তব্যসমূহ (০)


Lost Password