অলিম্পিক সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গী স্পেন, জাপান এবং মেক্সিকো

অলিম্পিক সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গী স্পেন, জাপান এবং মেক্সিকো

কোয়ার্টার ফাইনালে মিশরকে ১-০ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের সাথে টোকিও অলিম্পিকের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন, মেক্সিকো ও স্বাগতিক জাপান।

কোয়ার্টার ফাইনালে মিশরকে হারিয়ে টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। আজ শনিবার ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জয় পায় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার ৩৭তম মিনিটের গোল খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়।

আরেক কোয়ার্টার ফাইনালে আইভরিকোস্টকে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। ফল দেখে হয়তো মনে হচ্ছে, একপেশে লড়াইয়ে জিতেছে লা রোজারা। তবে ঘটনা কিন্তু তেমন নয়। নির্ধারীত ৯০ মিনিটের খেলা স্পেনের সাথে সমান তালে লড়েছে আইভরিকোষ্ট। ২-২ গোলে ৯০ মিনিট শেষ করা আইভরিকোষ্ট অতিরিক্ত সময়ে আর পেরে উঠেনি। রাফা মীরের হ্যাটট্রিকে ৫-২ গোলের দারুণ এক জয় নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে লা রোজারা।

আরেক কোয়ার্টারে ৯ গোলের রোমাঞ্চ দেখেছে ফুটবল প্রেমীরা। কোন অতিরিক্ত সময় নয় নির্ধারীত ৯০ মিনিটের মধ্যেই ৯ গোল হয়েছে। সেই রোঞ্চারে ৯ গোলের মধ্যে ৬ গোল করেশেষ হাসি হেসেছে মেক্সিকো।

ব্রাজিল, স্পেন ও মেক্সিকোর সাথে ইলিম্পিকের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক জাপান। সেমিফাইনাল নিশ্চিত করার পথে তারা হারিয়েছে নিউজিল্যান্ডকে। তবে নির্ধারীত ১২০ মিনিটে জয় নিশ্চিত করতে পারেনি স্বাগতিক জাপান। টাইব্রেকারে ৪-২ ব্যবধানের জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিকরা। সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো অপর সেমিতে স্বাগতিক জাপানের সারগে লড়বে স্পেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password