নাটকীয়তায় ভরা ম্যাচে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

নাটকীয়তায় ভরা ম্যাচে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

কোপা আমেরিকাতে আজ ভোরে ব্রাজিল-কলম্বিয়ার নাটকীয়তায় ভরা এক ম্যাচ এক দেখলো ফুটবল প্রেমীরা। ৯ ম্যচ পর ব্রাজিলের গল হযম করা, নেইমারের একেবারে সহজ সুযোগ মিস করা, ব্রাজিলের প্রথম গোল নিয়ে কলম্বিয়ার আপত্তি তোলা, ম্যাচের ইনজুরী টাইমে ১০ মিনিট যোগ করা। এত কিছুর পরেও জয় তুলে নিতে ভুল করেনি ব্রাজিল। এই জয়ের ফলে কোপা আমেরিকায় টানা তিন জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে উঠে গেছে ব্রাজিল।

রিও ডি জেনিরোর নিলটন সান্তোস স্টেডিয়ামে শুরুর একাদশে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে কোপার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। গোলবারেরর নিচে এদেরসনের জায়গায় আসেন ওয়েভারটন। মিলিতাওকে ড্রপ করে আনা হয়েছে মার্কুইনহোসকে। মিডফিল্ডে ফাবিনহো, এভারটনের বদলে এসেছেন কাসেমিরো ও এভারটন রেবেইরো। আক্রমণে আবার গ্যাবিগোলের বদলে এসেছেন রিচার্লিসন। এর পরেও শুরুতে ছন্দ ছিল না স্বাগতিকদের। সেই সসুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১০ মিনিটেই দুর্দান্ত একটি গোল দিয়ে বসেন কলম্বিয়ান স্ট্রাইকার লুইজ দিয়াজ। এ সময় ডান দিক থেকে হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে বাইসাইকেল কিকে গোল করেন লুইস দিয়াজ। ব্রাজিলের গোলরক্ষক ওয়েভারটন কিছু বুঝে ওঠার আগেই গোল হয়ে যায়। এগিয়ে যাবার পর একেবারে ডিফেন্সিভ হয়ে যায় কলম্বিয়া। তাদের ডিফেন্সিভ হাফেই বল নিয়ে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে নেইমারদের জন্য। বল নিয়ে প্রবেশ করতে গেলেই তুমুল বাধার সম্মুখীন কলম্বিয়ানদের কাছ থেকে। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর নিজেদের লিড ধরে রাখতে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। গোল আদায়ে মরিয়া ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে। দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৬৬ মিনিটে দুইটি সহজ সুযোগ মিস করেন নেইমার। প্রথমটির থেকে দ্বিতীয়টি বেশি সহজ বল যায়। ফিরমিনোর বুদ্ধিদীপ্ত পাসে নেইমার গোল মুখে বল পেয়ে গিয়েছিলেন। গোলকিপারকে কাটিয়ে বেশ সামনে চলে এসে শট নিলে সেটি গিয়ে লাগে ডান দিকের পোস্টে। অবশেষে ৭৮ মিনিটে সমতায় ফিরে ব্রাজিল। পরিবর্তিত খেলোয়াড় রেনান লোদির দুর্দান্ত এক ক্রস থেকে কলম্বিয়ার একেবারে গোলমুখ হেড করে ব্রাজিলকে সমতায় ফেরান আরেক পরিবর্তিত খেলোয়াড় ফিরমিনো। তবে এই গোল তুমুল আপত্তি তোলে কলম্বিয়া। রেফারি প্রথমে ভিএআর দিয়ে অফসাইড চেক করেন। শেষ পর্যন্ত গোলটি বহাল রাখেন রেফারি। রেফারির সঙ্গে কলম্বিয়ার খেলোয়াড়দের তর্ক যুদ্ধে বেশকিছু সময় নষ্ট হয়। তবে এই কান্ডে কলম্বিয়ার কোন খেলোয়াড়কে কার্ড দেখাননি রেফারি। এই কারণে শেষ দিকে বাড়তি হিসেবে ১০ মিনিট সময় যোগ করা হয়। সেই অতিরিক্ত সময়ের একেবারে শেষ সময়ে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে হেডে কাসেমিরো ৯০+১০ মিনিটের সময় গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় নেইমারদের। আগামী সোমবার শেষ গ্রুপ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ ইকুয়েডর।

এই জয়ের ফলে টানা তিন জয়ের ফলে গ্রুপ ‘বি’ তে তিনটি ম্যাচ থেকে ৯ পয়েন্ট অর্জন করলো ব্রাজিল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে কলম্বিয়া। এক ম্যাচ কম খেলা পেরু ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তার পরেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password