আগামী ২২ ও ২৩ মার্চের বিশেষ অধিবেশন স্থগিত চেয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।শনিবার (২১ মার্চ) দুপুরে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে অফিসে এ চিঠি দেন বিএনপির সংসদীয় দলের নেতা হারুন অর রশীদ।
চিঠিটি লেখা হয়েছে,
‘‘মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই অবগত আছেন করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশেও ইহা মারাত্মকভাবে বিস্তার লাভ করেছে। সরকারি ঘোষণা অনুযায়ী একজনের মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে দুরপাল্লার পরিবহন, সবধরনের সভা-সমাবেশ, অনুষ্ঠানাদি, স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সকল হাসপাতালকে করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য সরকারিভাবে সার্বক্ষণিক নিয়ন্ত্রীত জীবনযাপনের জন্য প্রচার চালানো হচ্ছে। বিশেষ অধিবেশনে বিদেশি বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যেই তাদের আগমন বাতিল করেছেন। নিরাপত্তা তথা জাতীয় সংসদ ভবনকে করোনা ভাইরাস মুক্ত রাখতেই সংসদের বিশেষ অধিবেশনটি স্থগিত হওয়া অতিব জরুরি ও প্রয়োজন।
এমতাবস্থায় আগামী ২২ ও ২৩ মার্চের সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ রইল।’’
হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিশেষ অধিবেশন স্থগিত না করা হলে আমরা বিএনপি দলীয় সংসদ সদস্যরা তা বর্জন করতে বাধ্য হবো।এর আগে শুক্রবার (২০ মার্চ) সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়েও দেখা করতে পারেননি বলে জানিয়েছেন হারুন অর রশীদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন