চতুর্থ শ্রেণির ছাত্রের নামে বিজিবির মামলা

চতুর্থ শ্রেণির ছাত্রের নামে বিজিবির মামলা

ছোট্ট আবিদুল। বাড়ি সিলেটের জৈন্তাপুরে, সীমান্তের কাছাকাছি। ব্র্যাকের শিখন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বিরুদ্ধে মহিষ পাচারের মামলা দিয়েছে বিজিবি। শুধু সেই নয়, এ ঘটনায় আসামি করা হয়েছে পুরো তার পরিবারকে।

এ ঘটনায় ন্যয় বিচার চেয়ে উচ্চ আদলতের শরণাপন্ন হয় আবিদুলের পরিবার। রোববার আবিদুল দেখে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। জানতে চান এত ছোট শিশু কীভাবে মহিষ পাচারের আসামি হয়। এ সময় আবিদুলকে ভয়মুক্ত করতে নানা প্রশ্ন করেন আদালত। কিন্তু তাতেও ভয় কাটেনি আবিদুলের। জানায় এর আগের কখনও ঢাকা দেখেনি সে।

সব শুনে আদালত বিজিবি জৈন্তাপুর সীমান্তের কমান্ডারকে ৭ অক্টোবর হাইকোর্টের তলব করে ব্যাখা দিতে বলেন। একইদিন আসতে বলা হয়েছে, আবিদুলকেও। সেই বলবে কী ঘটেছিলো সেদিন। কিন্তু এ সময় আদালতে অর্থ সংকটের কথা জানায় আবিদুলের পরিবার। পরে সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি জানান, আবিদুলে আসার অর্থ দেবেন তিনি।

এ মামলায় আবিদুলসহ পরিবারের ১০ সদস্যকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মন্তব্যসমূহ (০)


Lost Password