বাঁচতে গেলে অসামাজিক হোন!' হাসপাতালের বেড থেকে পরামর্শ করোনা আক্রান্তের,

বাঁচতে গেলে অসামাজিক হোন!' হাসপাতালের বেড থেকে পরামর্শ করোনা আক্রান্তের,

করোনা মোকাবিলায় অসামাজিক হতে বলছেন করোনা আক্রান্ত রোগী। ওহিয়োর হাসপাতালের বেড থেকে ফেসবুক লাইভ করেছেন তিনি। নিজের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি মানুষকেও সতর্ক করেছেন তিনি।

হাসপাতালের বেড থেকে ভিডিয়োয় মানুষকে সতর্ক করলেন করোনা আক্রান্ত এক রোগী। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
ওহিয়োর হাসপাতালে চিকিত্‍‌সা চলছে ৫৫ বছরের কেভিন হ্যারিসের। তিনি জানিয়েছেন, 'সংকট এখনও কাটেনি। তবে একটু একটু করে সেরে উঠছি।' ওয়ারেনের মাপ্সি হেলথ সেন্ট জোসেফ হাসপাতালে তাঁর চিকিত্‍‌সা চলছে।

শুক্রবার রাতে হাসপাতালের বেড থেকে ফেসবুক লাইভ করে হ্যারিস জানিয়েছেন, ২ মার্চ থেকে তাঁর উপসর্গ দেখা দেয়। তখন সামান্য কাশি ছিল। এরপরই শুরু হয়ে যায় গা-হাত-পায়ে ব্যাথা ও জ্বর। তবে গলা ভাঙা বা সর্দি কিছুই ছিল না। চার সন্তানের বাবা ভেবছিলেন ফ্লু হয়েছে। তাঁর কথায়, 'রাতে কাশি হওয়ার আগে পর্যন্ত আমার কোনও উপসর্গ ছিল না। সেই প্রথম লক্ষণ। এর ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থা খুব খারাপ হল। সকালে ঘুম ভাঙার সময় শুধু মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি।'

তাঁর হার্ট অ্যাটাক হয়েছে বলে মনে হয়েছিল হ্যারিসের। ৮ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করেন তাঁর এক বন্ধু। ১১ মার্চ তাঁর কোরনাভাইরাস ধরা পড়ে। ওহিয়োতে তিনি পঞ্চম ব্যক্তি যিনি মারণ ভাইরাসে আক্রান্ত হন।

নামে অক্সিজেনের পাইপ দেওয়া হ্যারিস মানুষকে সতর্ক করে Social Distancing-এ জোর দিতে বলেছেন। তিনি বলেন, 'জনসমাগমে যাবেন না। হ্যান্ডশেক করবেন না। আলিঙ্গন করবেন না। বারবার হাত ধুয়ে ফেলুন। শিশুদেরও চুম্বন করবেন না। চারপাশে কয়েক হাজার মানুষ এই ভাইরাসকে বহন করছেন। তাঁরা হয়তো নিজেরাও জানেন না। মানুষের অন্যান্য লোকেদের থেকে দূরে থাকা উচিত। ওরা বলছে সোস্যাল  ডিসট্যানসিং আমি বলছি অ্যান্টি-সোশ্যাল হয়ে যান।'
 

 

মন্তব্যসমূহ (০)


Lost Password