জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষনা করেছে বিসিবি

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষনা করেছে বিসিবি

আসন্ন জিম্বাবুয়ে সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। আজ বিকালে একসাথে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত স্কোয়াডে রয়েছে একটি নতুন মুখ। যুব বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য শামিম পাটোয়ারী ডাক পেয়েছেন টি-টুয়েন্টি স্কোয়াডে। এছাড়া এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফর্ম করা নুরুল হাসান সোহানকে আবার দলে ভিড়িয়েছেন নির্বাচকরা। তাকে তিন স্কোয়াডেই রেখেছেন নির্বাচক মন্ডলী। এই সিরিজ দিয়েই আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান।

মোট ৩০ জনকে রাখা হয়েছে স্কোয়াডে। ১৭ জনকে নেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে। টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন ১৬ জন।। এর মধ্যে ৬ জন ক্রিকেটার রয়েছেন সব ফরম্যাটে। তারা হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, সোহান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেললেও টি-টুয়েন্টি সিরিজ খেলবেন না মুশফিকুর রহিম। টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্পিনার নাঈম হাসান। টেস্ট স্কোয়াড থেকে বাদ পরেছেন মোহাম্মদ মিথুন।

ওয়ানডে স্কোয়াডে ফিরছেন পেসার রুবেল হোসেন ও বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়েছেন সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান। সৌম্যর ধারবাহিকতার অভাবে বাদ পড়েছেন বুঝাই যায় কিন্ত শেখ মেহেদী হাসানের ঠিক কি কারণে স্কোয়াডে নেই সেটা বলা মুশকিল। টি-টুয়েন্টি দলে যোগ হয়েছেন নবাগত শামীম অন্যাদিকে টি-টুয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিথুন এবং ছুটি নিয়েছেন মুশফিক। জিম্বাবুয়ের উদ্দ্যেশে আগামী ২৯ জুন ভোরে রাজধানী ঢাকা ত্যাগ করবে টাইগার ক্রিকেটাররা। এবারের সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল খান, নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password