নতুন ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

নতুন ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

আগামী ২৮ জুন রাতে ১টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। অনেক মাধ্যম থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল জিম্বাবুয়ে সফরের আগেই দলের ব্যাটিং বোলিং কোচ নিয়েগ দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই গুঞ্জন যেন সত্য হলো। জিম্বাবুয়ে সফরের আগেই ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি। আজ দুপুরের পর আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে বিসিবি। টাইগারদের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে এবং বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে।

ব্যাটিং কোচ জন লুইসের জায়গায় দায়িত্ব দেয়া অ্যাশওয়েল প্রিন্সের আছে আছে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৯ হাজার রান। আন্তর্জাতিক ক্যারিয়ারও একেবারে মন্দ নয় তার। দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ১১৯ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১১ সেঞ্চুরিতে সাড়ে ৪ হাজারের বেশি রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ‘এ'’ দলের ব্যাটিং কোচ ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

অপরদিকে হেরাথের রয়েছে শ্রীলঙ্কার হয়ে প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৫২৫টি উইকেট। ১৯৯৯ থেকে ২০১৮ পর্যন্ত বিস্তৃত টেস্ট ক্যারিয়ারে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার রেকর্ড ঈর্ষণীয়। ২৭০ ম্যাচে পেয়েছেন ১০৮০ উইকেট। বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে আইসিসি স্বীকৃত লেভেল-৩ কোচিং সার্টিফিকেট রয়েছে হেরাথের।

এই দুজনকে দীর্ঘমেয়াদী দায়িত্ব দেয়া হয়নি। দক্ষিন আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছে এবং রঙ্গনা হেরাথকে দায়িত্ব দেয়া হয়েছে চলতি সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

মন্তব্যসমূহ (০)


Lost Password