আজই সিরিজ নিশ্চিত করে ফেলতে চায় বাংলাদেশ

আজই সিরিজ নিশ্চিত করে ফেলতে চায় বাংলাদেশ

একমাত্র টেস্ট জয়ের পর বড় জয়ে দিয়েই ওয়ানদে সিরিজ শুরু করেছে টাইগাররা। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ হওয়ায় সিরিজের প্রতিটা ম্যাচই তামিমদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বেলা দেড়টায় শুরু হবে লড়াই।

আজ জিম্বাবুয়েকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ। প্রথম ম্যাচে রেকর্ড ১৫৫ রানে জিতেছে সফরকারীরা। তবে বাংলাদেশ দলকে মাথায় রাখতে হবে ৮ বছর আগে জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যাবধানে হারতে হয়েছিল তাদের। এরপ্র থেকে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে যেন হারতেই ভূলে গিয়েছে বাংলাদেশ।প্রথম ওয়ানডেতে জয়ের ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৭ ম্যাচ অপরাজিত বাংলাদেশ ক্রিকেট দল। যদিও প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের শুরুটা তাদের ভালো ছিল না। তামিম তো রানের খাতাই খুলতে পারেননি। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান সাকিবের ব্যাটও ঠিক হাসছে না। তিনি ১৯ রান করলেও দলের প্রত্যাশা তার কাছে আরও বেশি।

এ ছাড়া মিডল অর্ডারের মিঠুন-মোসাদ্দেকও নিজেদের মেলে ধরতে পারেননি। তবে লিটনের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহ-আফিফ-মিরাজদের ছোট ছোট ইনিংস দলকে ভালো একটা স্কোর এনে দিয়েছিল। বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছেন। বিশেষ করে আপন আলোয় উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তাই এই ম্যাচে বাংলাদেশের টপ অর্ডাররা চাইবেন প্রথম ম্যাচ ভূলে দ্বিতীয় ম্যাচে পারফর্ম করতে। তাহলেই দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয় সহজ হয়ে যাবে টাইগারদের। বাংলাদেশ দল সাধারণত ‘উইনিং কম্বিনেশন’ ভাঙে না। দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনাই বেশি। তবে মোস্তাফিজকে যদি শেষ পর্যন্ত খেলানো হয় তবে শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হবে। এ ছাড়া বিশ্রাম দেওয়া হতে পারে চার নম্বর পজিশনে ব্যাটিং করা মিঠুনকে।

অপরদিকে জিম্বাবুয়ে চাইবে আজকের ম্যাচ জিতে সিরিজে টিকে থাকার জন্য। প্রথম ম্যাচের শুরুতে বাংলাদেশকে যেভাবে চাপে ফেলে দিয়েছিল সেইভাবেই শুরু করতে চাইবে স্বাগতিকরা। প্রথম ম্যাচের ব্যাটিংটা ভূলে যেতে হবে সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে। এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা। দীর্ঘদিন পরে স্কোয়াডে জায়গা করে নেয়া সিকান্দার রাজাকে আজ মূল একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস , সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ: ওয়েসলি মাধভেরে টাডিওয়ানাশে মারুমনি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স রেজিস চাকাভা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা ও রিচার্ড নাগারাভা।

মন্তব্যসমূহ (০)


Lost Password