আজ প্রস্তুতি ম্যচে মাঠে নামছে বাংলাদেশ

আজ প্রস্তুতি ম্যচে মাঠে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ে পৌছে মাত্র একদিন বিশ্রামে থেকেই মাঠে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জিম্বাবুয়ের কন্ডিশনে টানা দুই দিন অনুশীলন করার পর আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল।বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ হলেও নিজ দেশে জিম্বাবুয়ে কিন্ত শক্ত প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে বাংলাদেশ খেলোয়াড়দের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কন্ডিশন। জিম্বাবুয়ের কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়ার চ্যালেঞ্জটা নিতে পারলেই এই সফর থেকে সাফল্য পাওয়া যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। অপরচিত কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেয়ার ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচটি বড় উপলক্ষ হবে টাইগারদের জন্য।

বিসিবির মিডিয়া বিভাগ গতকাল শুক্রবার জানিয়েছে, হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) শুরু হবে ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে এই একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

এদিকে দেশ থেকে ইনজুরি নিয়ে জিম্বাবুয়েতে যাওয়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এখন অনেকটা সুস্থ আছেন। অনুশীলনের প্রথমদিন দুজনই হালকা নক করেছেন। গতকাল দ্বিতীয় দিন অবশ্য তামিম ও মুশফিক দুজনেই নেটে ব্যাটিং করেছেন। নেটের ব্যাটিংয়ে স্পষ্ট ইনজুরি কাটিয়ে অনেকটাই কাটিয়ে উঠেছেন তারা। ইনজুরির কারণে তৈরি হওয়া জড়তা কেটে গেছে। আজ শুরু হতে চলা প্রস্তুতি ম্যাচে তাদের খেলার সম্ভাবনাই বেশি। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারে আসা সাকিব আল হাসানও পুরোদমে অনুশীলন করেছেন গতকাল। অনেকদিন পর সব সিনিয়র আছেন টেস্ট স্কোয়াডে। তাই আগামী ৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, এমনটা অকপটে বলা যেতেই পারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password