জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২৫ লাখ অক্সফোর্ডের টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২৫ লাখ অক্সফোর্ডের টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী সপ্তাহে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ২৫ লাখ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।এর মাধ্যমে প্রথম ডোজ নেবার পর যারা ডোজ পাননি তাদের নিয়ে ধোয়াশা কেটে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, আমার সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। তিনি বলেছেন ''এই সপ্তাহের যেকোন দিন বা আগামী সপ্তাহে বড় অংকের করোনা ভ্যাকসিন কোভ্যাক্স আমাদের পাঠাবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে কোভ্যাক্সের মাধ্যমে আরও ১০ লাখ টিকার আশ্বাস দিয়েছেন।'' এছাড়া,চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিনমাসে দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসার কথা রয়েছে। ধীরে ধীরে বাংলাদেশের ১৮ বছরের বেশী সকল নাগরিক কোভিড ভ্যাক্সিন পাবেন।তবে আপাতত বয়োজ্যেষ্ঠ এবং বিভিন্ন ব্যাধীতে ভোগা রোগীদের ভ্যাক্সিনেশন করা হবে।

এছাড়া,বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভ্যাক্সিন দিয়ে এ বছরেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে।যদিও তা কোভিড পরিস্থিতির উপর অনেকাংশে নির্ভর করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password