সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। একাদশে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টানা চার ম্যাচে ব্যার্থ সৌম্য সরকার টিকে গেছেন মুল একাদশে।

বাংলাদেশ বাইরে রেখেছে শামীম হোসেন পাটোয়ারী আর শরিফুল ইসলামকে। তাদের বদলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত আর মোহাম্মদ সাইফউদ্দিন। অস্ট্রেলিয়া দলও দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে দুই পেসার অ্যান্ড্রু টাই আর জস হ্যাজলেউডকে। তাদের বদলে এসেছেন অ্যাডাম জাম্পা আর নাথান এলিস।

বাংলাদেশ দলের ইনিংস শুরু করতে এসেছে নাঈম শেখ ও মেহেদী হাসান। টানা চার ম্যাচে ওপেনিং পজিশনে ব্যার্থ সৌম্যকে আজ ওপেন করতে পাঠানো হয়নি। এই রিপোর্ট লিখা পর্যন্ত ২ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। মেহেদী ৬ ও নাঈম শেখ ১২ রান নিয়ে ব্যাট করছে। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুড়ে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচ জিতে প্রথম জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক সৈকত, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।

অস্ট্রেলিয়া একাদশ : বেন ম্যাকডরমট, অ্যালেক্স কারে, মিচেল মার্শ, ময়েসেজ হেনড্রিকস, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জাম্পা, সোয়েপসন, নাথান এলিস।

মন্তব্যসমূহ (০)


Lost Password