পোশাক রপ্তানিতে বিশ্বের ২য় শীর্ষ অবস্থান হারিয়েছে বাংলাদেশ

পোশাক রপ্তানিতে বিশ্বের ২য় শীর্ষ অবস্থান হারিয়েছে বাংলাদেশ

পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থান হারিয়েছে বাংলাদেশ। এগিয়ে গেছে প্রতিযোগীর ভিয়েতনাম। বরাবরের মতোই শীর্ষে আছে চীন। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউ ডি ও ‘র ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিক্যাল রিভিউ প্রতিবেদনে এমন তথ্য এসেছে। এতে বলা হয় ২০২০ সালে ভিয়েতনাম ২ হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে আর বাংলাদেশে পাঠিয়েছে ২৮০০ কোটি ডলারের পণ্য।

অথচ তার আগের বছরই এর পরিমাণ ছিল ৩ হাজার ৪০০ কোটি ডলার। বৈশ্বিক বাজারে ও বাংলাদেশের হিস্যা কমেছে। ২০১৯ সালে বিশ্বের যত পোশাক রপ্তানি হয় তার মধ্যে ৬.৮% ছিল বাংলাদেশের। গত বছর সেটি কমে দাঁড়িয়েছে ৬.৩%। ২০১০ সালে ও ভিয়েতনামের হিস্যা ছিল বাংলাদেশের অর্ধেক কিন্তু এক দশকেই এগিয়ে গেল এই প্রতিযোগী। ডাব্লিউটিও বলছে গেল বছর চীনের রপ্তানি কমেছে প্রায় ৭%।

মন্তব্যসমূহ (০)


Lost Password