৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশে চালু হয়েছে বম্ব ডাটা সেন্টার

৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশে চালু হয়েছে বম্ব ডাটা সেন্টার
MostPlay

পুলিশে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি এর অধীনে আজ থেকে যাত্রা শুরু হয়েছে বম্ব ডাটা সেন্টার। বিশ্বের ৩৬ৎতম দেশ হিসেবে বাংলাদেশে এই ধরণের ডাটা সেন্টার চালু হয়েছে। এটিকে বর্তমানে আন্তর্জাতিক বম্ব ডাটা সেন্টারের সাথে সমন্বয় করার প্রক্রিয়া চলছে। এই ডাটা সেন্টারটি বোম বা আইডি বেইজড জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী শনাক্ত, অপরাধ চক্রের তথ্য পাওয়াসহ গবেষণার কাজে ব্যবহার করা যাবে।

দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পূর্বে বা পরবর্তীতে ঘটনাস্থল থেকে সংগৃহীত বোমা বা আইডির নমুনা, প্রকৃতি, ছবি বিশ্লেষণ, নিস্ক্রিয়করণ কৌশল ও জঙ্গি সংশ্লিষ্টতা সংক্রান্ত তথ্য এই ডাটা সেন্টারে নিয়মিত আপডেট করা হবে। ভবিষ্যতে যে কোন বোমা বা আইডি হামলার ঘটনা ঘটলে ডাটা সেন্টারে সংরক্ষিত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আইডি ট্রেন্ড ও অপরাধী চক্রকে শনাক্তকরণে সহায়ক ভূমিকা পালন করবে।

এই ডাটা সেন্টারে বর্তমানে ৬১টি বোমার রেপ্লিকা রাখার স্লট আছে। এর মধ্যে ১২ টি বোমার রেপ্লিকা তৈরী করেছে CTTC এর গবেষকরা। এসব রেপ্লিকা বোমের কাছে স্ক্যানার মেশিন ধরলেই ডিজিটাল মনিটরে ভেসে উঠবে বোমার উপকরণসহ, কোন জঙ্গি গোষ্ঠী ব্যবহার করেছে এবং কোথায় ব্যবহার হয়েছে; এসবের যাবতীয় তথ্য। এ ছাড়া টেকনিক্যাল ইন্টেলিজেন্স ও কেমিক্যাল এক্সপ্লয়শন সেকশনে বিভিন্ন ধরণের বিস্ফোরক ও বিস্ফোরকজাতীয় দ্রব্যাদির প্রকৃতি ও ধরণ বিশ্লেষণের ব্যবস্থা রয়েছে। সিটিটিসির বোম ডাটা সেন্টারে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বোমার উৎপাদককে শনাক্ত করারও ব্যবস্থা করা হয়েছে। সাধারণত দেশের সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীরা হাতে তৈরি বোমা বা আইডি ব্যবহার করে থাকে। এসব বোমা বা আইডির ওপরে কস্টেপের প্রলেপ দেওয়া হয়। বিস্ফোরিত বা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হওয়া এসব উপকরণ থেকে যাতে হাতের ছাপ পাওয়া যায় সেজন্য ফিঙ্গার প্রিন্ট শনাক্তের ব্যবস্থা করা হয়েছে। সিটিটিসির বোম ডাটা সেন্টারের আওতায় আনা হবে দেশের সকল কেমিক্যাল ব্যবসায়ীদেরও। ব্যবসায়ীরা সুনির্দিষ্ট কিছু রাসায়নিক উপাদান, যেগুলো দিয়ে বোমা বা আইডি তৈরি করা যায়, সেসব কার কাছে কতটুকু বিক্রি করছে তার আপডেট তথ্য সংযোজন করা থাকবে ডাটা সেন্টারের কাছে। এতে ক্রেতার বিস্তারিত পরিচয়ও উল্লেখ থাকবে। তাহলে কেউ যদি সন্দেহজনকভাবে কোনও রাসায়নিক উপাদান বেশি পরিমাণ সংগ্রহ করে তবে তাকে নজরদারি করা সম্ভব হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password