লকডাউনেও বাংলাদেশ গেমস চলবে

লকডাউনেও বাংলাদেশ গেমস চলবে

করোনার কারণে দেশীয় কায়দায় লকডাউনে চলে গেছে দেশ, তবে এই পরিস্থিতিতেও থেমে নেই বাংলাদেশ গেমস। বাংলাদেশ গেমসের ক্যাম্পগুলোতে ফুটে উঠেছে ভয়াবহ চিত্র। অনেক খেলোয়াড় আছেন যারা করোনা টেস্ট ছাড়াই অংশ নিয়েছে বাংলাদেশ গেমসে।

আর এই ব্যাপারে অলিম্পিক অ্যাসোসিয়েশন বারেবারেই বলছে স্বাস্থ্যবিধি মেনেই চলবে গেমস। তবে কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছে বা হচ্ছে আর কারা আক্রান্ত হচ্ছে না সেটা মনিটরিংয়ের জন্য নেই নিদৃষ্ট কোন সেল।

এ ব্যাপারে বিওএ মহাসচিব সাহেদ রেজা বলছেন, যে কোন ভাবেই হোক স্বাস্থ্য বিধি নেমে শেষ করা হবে এবারের বাংলাদেশ গেমস। সোমবার থেকে শুরু হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই আসরে ৪শ শাটলার অংশ নেওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে প্রতিযোগীর সংখ্যা কমিয়ে ১০০ জনে নামিয়ে আনা হয়েছে, যার ফলে হতাশয় ভুগছেন শাটলাররা।

খেলোয়াড়রা বলছেন, শেষ মূহুর্তে তাদের এমন সিদ্ধান্তে আমরা বেশ হতাশায় ভুগছি। এত প্রিপারেশন নেওয়ার পর যদি হঠাত শুনি আমরা বাংলাদেশ গেমসে অংশ নিতে পারবো না তাহলে মনে হতাশা আসা স্বাভাবিক।

মন্তব্যসমূহ (০)


Lost Password