বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা দেখা যাবে না অস্ট্রেলিয়াতে

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা দেখা যাবে না অস্ট্রেলিয়াতে

আগামীকাল ৩ আগষ্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। বাংলাদেশ দলের হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ব্যানটেক নামে একটি প্রতিষ্ঠানের। বাংলাদেশে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। তবে জানা গেছে, এখন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনো সম্প্রচার সংস্থা বা টেলিভিশন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও আজ বলেছেন, ‘আমার জানামতে অস্ট্রেলিয়াতে এখনো কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি’।

আজকের মধ্যেই যদি সেটি না হয়, অস্ট্রেলিয়া থেকেই দেখা যাবে না বাংলাদেশে অস্ট্রেলিয়া দলের খেলা। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের হোম সিরিজ সম্প্রচারের চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ সে দেশে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো দেখাবে না তারা। রোববার ফক্সের টিভি গাইডে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজের সময় ইংল্যান্ড-ভারত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ও দ্য হান্ড্রেডই শুধু সরাসরি সম্প্রচার করবে তারা।

আগামীকাল সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট বাকি ম্যাচগুলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password