বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া দল। ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে সরাসরি বাংলাদেশে এসেছে অজিরা। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে বিকাল ৪টার পরপর তাদের বহনকারী কোয়ান্টাস এর চাটার্ড বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকেই সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবে অস্ট্রেলিয়ানরা। বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার যৌথ ব্যবস্থাপনায় টিম হোটেলকে আগে থেকেই জৈব-সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে।

তিনদিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অবশ্যই সবাইকে দুইবার করোনা নেগেটিভ হতে হবে। সিরিজ শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ থাকছে না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

করোনাভীতি এবং চোটে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলছেন না। উইন্ডিজ সিরিজে চোটে পড়ে বাংলাদেশ সফরে আসা হয়নি দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চের। সমস্যা বাংলাদেশ শিবিরেও। অজিদের বিপক্ষে বাংলাদেশও পূর্ণ শক্তির দল নামাতে পারছেনা। চোটের কারণে বাংলাদেশ দলে নেই ওপেনার তামিম ইকবাল। কোয়ারেন্টিন ইস্যুর কারণে ছিটকে গেছেন মুশফিক ও লিটনও। চোটের কারণে শঙ্কা রয়েছে কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানকে নিয়েও।

সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর আর বাংলাদেশ সফরে আসেনি তারা। প্রায় চার বছর পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়ানরা। এবার অবশ্য শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অজিরা। মুলত টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password