দেশটাকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে: শামীম ওসমান

দেশটাকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে: শামীম ওসমান

বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান।

তিনি বলেন, বাংলাদেশের ভেতরে-বাহিরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। ভালো মানুষদের নিয়ে কাজ না করলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়।

শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার মজিববাগ এলাকার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই প্রতিটি ওয়ার্ডভিত্তিক পঞ্চায়েত কমিটি গঠন করতে; যাতে সমাজের ভালো মানুষগুলো কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না; সব ভালো মানুষের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে।

বক্তব্য দেয়ার একপর্যায়ে এমপি শামীম ওসমান মসজিদে উপস্থিত সব মুসল্লির কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি মৃত্যুর পর কারও কাছে ক্ষমা চাইতে পারব না। তাই আমি মৃত্যুর পূর্বেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, মসজিদ ও মাদ্রাসার কাজের জন্য কখনই অর্থ সংকট হয় না। মহান আল্লাহতায়ালাই এর ব্যবস্থা করে দেন। আমরা সবাই এ পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। আমরা যদি মনে করি আমরা এ পৃথিবীতে চিরদিন থাকব তাহলে আমরা ভুল ভাবছি। আমরা সবাই এ পৃথিবীতে মহান আল্লাহর হুকুমমতো যেন চলাফেরা করতে পারি। আমি সবার কাছে দোয়া চাই- আল্লাহতায়ালা যেন আমাদের করোনা মহামারী থেকে রক্ষা করেন।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ একাধিক নাসিক কাউন্সিলর উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password