আত্রাই কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আত্রাই কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই এ উপজেলা কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও ডাসকো ফাউন্ডেশনের এ-ইমপাওয়ার প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম নাসির উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, ডাসকো ফাউন্ডেশনের এ-ইমপাওয়ার প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এব্রাহিম খলিল প্রমুখ।

সভায় প্রকল্প এলাকার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, কিশোর-কিশোরী সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password