নওগাঁ জেলার রাণীনগর উপজেলাধীন গোনা ইউনিয়নে কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির ফেব্রুয়ারী ২০২৫ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রুমে ডাসকো ফাউন্ডেশনের এ-ইমপাওয়ার প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং এসএসিএমও মোঃ মোজাফ্ফর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্যা আলতাফুন নেছা, লায়লা, কল্পনা, ঘোষগ্রাম কাফেলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মরিয়ম আকতার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সামসুননাহার, পরিবার কল্যাণ সহকারী মো: মেহেদী হাসান, কিশোরী সাবরিনা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের এ-ইমপাওয়ার প্রকল্পের এএইচপি মরিয়ম আক্তার শেলি প্রমুখ।
সভায় গোনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা আরো গতিশীল করার জন্য কিশোর-কিশোরী কর্ণার সাজানো, কমিউনিটি এবং বিদ্যালয়ের ফোরামের সাথে মিটিং করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন