বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া হচ্ছে

বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া হচ্ছে

গত বছরের অগাস্টে দক্ষিন আফ্রিকার নিল ম্যাকেঞ্জি পারিবারিক কারণে চলে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাউকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া হয়নি। ম্যাকেঞ্জি যাবার পর ইংল্যান্ডের জন লুইস সিরিজ হিসেবে চুক্তিতে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন এবং জিম্বাবুইয়ে সফরে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তার স্বদেশি অ্যাশওয়েল প্রিন্স।

জিম্বাবুয়ে সিরিজে ভাল করায় অ্যাশওয়েল প্রিন্সকেই দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের ব্যাটিং দলের কোচের দায়িত্ব দেয়া হচ্ছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশ্চিত করেন প্রিন্সকে দায়িত্ব দেওয়ার খবর, “প্রায় সব সম্পন্ন হয়ে গেছে। নিউ জিল্যান্ড সিরিজে প্রিন্স আমাদের সঙ্গে থাকবে”। বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে লম্বা সময়ের জন্যই চুক্তি হচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে মেয়াদ জানতে পারবেন। তবে এক-দেড় বছরের মতো হবে অন্তত।

৪৪ বছর বয়সী প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট ও ৫২ ওয়ানডে খেলে রান করেন সাড়ে ৭ হাজার। টেস্ট সেঞ্চুরি আছে ১১টি। ২০০৬ সালে গ্রায়েম স্মিথের চোটে শ্রীলঙ্কা সফরে ২ টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি গড়েন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়ক তিনি। কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং কোচ ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

মন্তব্যসমূহ (০)


Lost Password