মেসির দূর্দান্ত নৈপুণ্যতায় সেমিফাইনালে আর্জেন্টিনা

মেসির দূর্দান্ত নৈপুণ্যতায় সেমিফাইনালে আর্জেন্টিনা

বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে ইউকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজ সকালটা পুরো মেসিময় ছিল। প্রায় একাই আর্জেন্টিনাকে টেনে তুললেন ফুটবল জাদুকর। গোল করালেন, ফ্রি কিক থেকে গোল করেলেন। পুরো ম্যাচ জুড়ে ছিল তার আধিপত্য। মেসি ছাড়া আর্জেন্টিনা দলে কিছু নেই। আর্জেন্টিনার অনেক সমালোচকরা বলেন এমন কথা। একজন খেলোয়াড় কত বড় মাপের হলে আর্জেন্টিনার সমালোচকরা তাকে বাদ দিয়ে সমালোচনা করে?কথাটা যে একেবারে ভিত্তিহীন নয় তাই যেন আজ সকালে আবারও প্রমান করলেন।

অথচ ম্যাচের শুরুটা ছিল মেসির জন্য হতাশাময়। ম্যাচের বয়স তখন ২২ মিনিট। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রথমার্ধেই ভুলের মাশুল দিয়েছেন তিনি, সহায়তা করেছেন রদ্রিগো ডি পলের গোলে। দেশের হয়ে এটাই তার প্রথম গোল। ৪৫ মিনিটে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুন করার সুযোগ পান গঞ্জালেজ। কিন্তু মেসির মতোই ব্যর্থ হন তিনি। এর মিনিট খানেক পরে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ইকুয়েডরের ভালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে একুয়েডর। ৫৭তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন ভালেন্সিয়া।খুব কাছ থেকে তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। ৭৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মেসির শট বার ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের ৮৪ মিনিটে সফল হন মেসি। এবার মেসির অস্ত্র লউতারো মার্টিনেজ। লিওর পাস থেকে বল ধরে ইকুয়েডরের জালে বল জড়িয়ে দেন মার্টিনেজ। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। হাতে সময় তেমন নেই। অথচ একটি গোলও শোধ করা হয়নি। অনেকটাই মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। কিন্তু আর্জেন্টিনার ছন্দময় ফুটবলের কাছে পরাস্ত হয় তারা।

এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার ঠিক আগে ডি মারিয়াকে ফাউল করেন হিনকাপি। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে জানা যায় ফাউলটি ছিল ডি-বক্সের ঠিক বাইরে। তাই পেনাল্টির সিদ্ধান্ত বদলে দেয়া হয় ফ্রি-কিক এবং হলুদের বদলে লাল কার্ড দেখেন হিনকাপি। ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে বল জালে পাঠান মেসি। কিছুই করার ছিল না গোলরক্ষকের। চলতি আসরে আর্জেন্টিনা অধিনায়কের একটি চতুর্থ গোল, ফ্রি কিক থেকে দ্বিতীয়।

এই জয়ে টানা চতুর্থবারের মতো শেষ চারে গেল আর্জেন্টিনা। এক আসর পর ফাইনালে যেতে এদিনই আরেক কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারানো কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি অনুষ্ঠীত হবে আগামী বুধবার সকাল ৭টায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password