৯৯৯ এর আরেকটি সফলতা

৯৯৯ এর আরেকটি সফলতা

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে তিনদিন সাগরে ভাসমান অবস্থায় জেলেদের থাকার খবর পেয়ে  (৪ আগষ্ট) মধ্যরাতে  নৌবাহিনীর একটি জাহাজ ওই ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে। গত ১ আগস্ট ২০২১ তারিখে ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিনদিন সমুদ্রে অবস্থান করে। পরে বোটের মাস্টার জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়।

জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ “বানৌজা অনুসন্ধান” দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোটসহ জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। এসময় জেলেরা নৌবাহিনীর এই উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password