২৪ ঘন্টায় প্রবাসী জিম্মি দশা থেকে এক প্রবাসীকে উদ্ধার গ্রেফতার ২

২৪ ঘন্টায় প্রবাসী জিম্মি দশা থেকে এক প্রবাসীকে উদ্ধার গ্রেফতার ২

পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে লিবিয়ায় জিম্মি দশা থেকে এক প্রবাসীকে উদ্ধার ও দুইজন আসামীকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। শুক্রবার দুপুর ১২ টায় নওগাঁ জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে সংবাদ সন্মেলনে একথা জানান নওগাঁ পুলিশ সুপার।

ভিকটিম দীপুর সাথে মোবাইলফোনে যোগাযোগ করে জানা যায় যে, তিনি এখন বিপদমুক্ত এবং সুস্থভাবে জীবন যাপন করছেন। ভিকটিমসহ তার পরিবারের সদস্যরা এ তরিৎ পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানান, দীপু হোসেন (২৭), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-সাহাপুর (মাস্টারপাড়া), থানা ও জেলা-নওগাঁ ৮ বছর পূর্বে লিবিয়াতে শ্রমিক হিসেবে কর্মরত আছেন। দীপু হোসেন আরো উন্নত জীবন যাপনের আশায় লিবিয়া থেকে ইতালী যাওয়ার জন্য চেষ্টা করাকালীন একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের খপ্পরে পড়েন।

দীপুকে গত ১৪ আগস্ট ২০২১ইং তারিখে সংঘবদ্ধ মানবচক্রের মূল হোতা লিবিয়া প্রবাসী ইয়াসিন মিয়া এবং কামাল হোসেনসহ আরো কয়েক জন মানব পাচারকারী ভিকটিমকে সাগর পথে ইতালী নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নেয় এবং লিবিয়ার কোন অজ্ঞাতস্থানে আটক করে রাখে। একপর্যায়ে সংঘবদ্ধ মানবচক্র পাচার দলের সদস্যরা দীপুকে মারপিঠ করে এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে ২৫,০০০০০/-(পঁচিশ লক্ষ) টাকা মুক্তিপন দাবী করে বসে। মুক্তিপনের টাকা না পেলে অপহরণকারীরা দীপু হত্যা করে সাগরের পানিতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করাসহ ভিকটিমকে মারপিঠ করতে থাকে।

মানবপাচার চক্রের সদস্যরা মুক্তিপনের টাকা বাংলাদেশে তাদের সহযোগী ধৃত আসামী নাভিদ হাসান (২১) পিতা-মৃত হিরন মিয়া, মাতা-পিয়ারা বেওয়া, সাং-আটচাইল (মিয়াজী বাড়ী), পোঃ-দোল্লাই নবাবপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা কামাল হোসেন (৩৮),পিতা-মৃত আবু তাহের,সাং-লেবাশ প্রধানিয়া বাড়ী, থানা-চান্দিনা,জেলা-কুমিল্লাগণের নিকট বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে।

এমতাবস্থায় অসহায় পরিবারটি নওগাঁ সদর মডেল থানায় আশ্রয় নিলে দীপুর বড় ভাই মতিউর রহমান বুলু (৪২) এর লিখিত আবেদনের প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম মামুন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, নজরুল ইসলাম জুয়েল, অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) নাজমুল জান্নাত শাহ এবং মামলার তদন্তকারী অফিসার এসআই রবিউল ইসলাম, এএসআই/শরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ কুমিল্লাসহ আশেপাশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আর্ন্তজাতিক মানব পাচার চক্রের বাংলাদেশের দুই সহযোগী নাভিদ হাসান ও কামাল হোসেনকে গ্রেফতার করে।

আসামীদেরকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে জিম্মি থাকা ভিকটিম দীপুকে লিবিয়ায় মানব পাচার চক্রের অন্যান্য সদস্যরা ছেড়ে দেয়। ঘটনার সাথে জড়িত মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password