করোনা মহামারীর মধ্যে রাজধানীতে নতুন করে ডেঙ্গু আতঙ্ক

করোনা মহামারীর মধ্যে রাজধানীতে নতুন করে ডেঙ্গু আতঙ্ক

আজ ৮ আগস্ট, রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে রাজধানীতেই ২০০ জনের অধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ঢাকার বাইরে তুলনামূলক ডেঙ্গুর প্রকোপ কম।

চলতি বছর পহেলা জানুয়ারি থেকে আজ ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজারের অধিক। তবে এখন পর্যন্ত রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করে জানায়নি।

উল্লেখ্য যে এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে। এডিসের লার্ভা নিয়ে রাজধানীতে দুই সিটি কর্পোরেশন জোড়াল অভিযানও পরিচালনা করছে, সাথে করছে জরিমানাও।

মন্তব্যসমূহ (০)


Lost Password