অস্ট্রেলিয়ার ২৬তম ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন অ্যালেক্স কেরি

অস্ট্রেলিয়ার ২৬তম ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন অ্যালেক্স কেরি

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যাবধানে হেরে গেছে অস্ট্রেলিয়া। ৮৯ বছর পর এত বড় ব্যাবধানে সিরিজ হেরেছে অজিরা। বাংলাদেশ সময় আজ মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে দু’দলের ওয়ানডে সিরিজ। ইনজুরীর ক্লারণে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এমনিতেই টি-টুয়েন্টি সিরিজে স্বাগতিকদের কাছে ধরায়শী হয়েছে অস্ট্রেলিয়া এর মধ্যে প্রথম ম্যাচে অধিনায়কের অনুপস্থতীতে আরও বিপদে পড়ে গেছে সফরকারিরা। অ্যারন ফিঞ্চের পরিবর্তে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স কেরি।

অস্ট্রেলিয়ার ২৬তম ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন এই কিপার-ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার নেতৃত্ব দিতে যাচ্ছেন কেরি। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার হলেও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে অ্যালেক্স কেরির। ঘরোয়া ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়া, অ্যাডিলেইড স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলকেও। টিম পেইন অবসর নিলে অস্ট্রেলিয়ার সম্ভাব্য টেস্ট অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে তাকে।

৪২ ওয়ানডে খেলা অ্যালেক্স কেরি দারুণ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পেয়ে। তিনি বলেন, ‘অ্যারন (ফিঞ্চ) সেরে ওঠার সময়টায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই সম্মানিত। অস্ট্রেলিয়ার অধিনায়ক মানে খেলায় সবচেয়ে বড় মর্যাদাগুলোর একটি এবং এই সম্মান পেয়ে আমি দারুণ কৃতজ্ঞ’।

তিনি আরও বলে, ‘ফিঞ্চই আমাদের অধিনায়ক এবং পুরো ফিট হলে দুহাত বাড়িয়ে আমরা তাকে স্বাগত জানাব। আপাতত আশা করি, সে যে উচু মানদণ্ড বেধে দিয়েছে, তা আমি পূরণ করতে পারব’। আজ থেকে শুরু হচ্ছে ওয়েষ্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে প্রথম ওয়ানদে ম্যাচ।

মন্তব্যসমূহ (০)


Lost Password