নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে চুক্তি আগামী মাসে।

নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে চুক্তি আগামী মাসে।
MostPlay

নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আগামী মাসে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে। এর ফলে নেপাল হতে নবায়নযোগ্য বিদ্যুৎ নেপাল হয়ে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করবে এবং এর জন্য ভারতের কোম্পানি জিএমআর এর সঙ্গে চুক্তির আওতায় তাঁরা ভারতে সঞ্চালন লাইন স্থাপন করছে। 

উল্লেখ্য, নেপাল হতে জলবিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ ও নেপাল এর মধ্যে এমওইউ স্বাক্ষর হয় যার আওতায় বাংলাদেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করবে। তবে বাংলাদেশ নেপালের সঙ্গে আরো একটি চুক্তি করবে যার ফলে বাংলাদেশ ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানি ও করবে! আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে হাইড্রোপাওয়ার প্ল্যান্ট নির্মাণে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছিলেন।

যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে এটিই হবে দেশের বাইরে বিদ্যুৎ খাতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং গত মার্চে বাংলাদেশে এলে সেখানে জলবিদ্যুৎ নির্মাণের ও একই প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে করোনাকালীন বিষয়টি খুব বেশিদূর এগোয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে ৪০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে চায়। কয়েকদিন আগে ১০টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিল করে বাংলাদেশ সরকার।

মন্তব্যসমূহ (০)


Lost Password