প্রস্তুতি ম্যাচে সাইফের পর ফিফটি করলেন শান্ত

প্রস্তুতি ম্যাচে সাইফের পর ফিফটি করলেন শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরিতে থেকে পুরোপুরি সেড়ে না উঠায় প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল খান ও মুশফিকুর রহিম। তবে আমেরিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেয়া সাকিব আল হাসান খেলছেন প্রস্তুতি ম্যাচে।

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালই প্রস্তুতি সেরে নিচ্ছে ব্যাটসম্যানরা। ব্যাট হাতে তামিমের অভাব অনুভূত হতে দেননি সাইফ হাসান। ঢাকা লিগে দারুণ ফর্মে থাকা সাইফ জিম্বাবুয়েতেও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। অতি রক্ষণাত্মক না খেলে উইকেটের চারিপাশে শট খেলে রান তুলছেন ডানহাতি ব্যাটসম্যান। প্রথম সেশনেই সাইফ তুলে নিয়েছেন ফিফটি।

অন্যদের ব্যাটিং করতে সুযোগ করে দেয়ার জন্য ব্যাক্তিগত ৬১ রান করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন সাইফ। সাইফ হাসানের মতো অর্ধশতক তুলে নিয়েছেন তিন নাম্বারে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্ত। ৫২ রান করে তিনিও সাইফের মতো স্বেচ্ছায় অবসর নিয়েছেন। এই দুই তরুণ অবসর নেয়ার পর ব্যাট হাতে প্রস্তুতি সেড়ে নিচ্ছেন সাকিব আল হাসান ও অধিনায়ক মমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১ ওভার শেষে ১৫১ রান তুলেছে বাংলাদেশ। মমিনুল ১৭ ও সাকিব ১০ রান নিয়ে ব্যাট করছেন।

প্রস্তুতি ম্যাচে দুই তরুণ সাইফ হাসান ও শান্তর ব্যাট হাসলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার ৩০ বল খেলে কোনো রান করতে পারেননি। পেসার লুক জংগির বলে জয়লর্ড গাম্বির হাতে ক্যাচ সাজঘরে ফেরত যান সাদমান।

মন্তব্যসমূহ (০)


Lost Password